চট্টগ্রামের উন্মুক্ত নালা যেন মৃত্যুফাঁদ

ডেইলি স্টার চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৩

উন্মুক্ত নালায় পড়ে একের পর এক মৃত্যু যেন নিয়তিতে পরিণত হয়েছে চট্টগ্রামের বাসিন্দাদের। সবশেষ গত শুক্রবার রাতে চট্টগ্রামের কাপাসগোলা এলাকায় খোলা নালায় পড়ে ছয় মাসের শিশু নিখোঁজের ১৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।


সিটি করপোরেশন সূত্র জানায়, নগরীর এক হাজার ৬০০ কিলোমিটার নালা-নর্দমা আর খালের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতায় রয়েছে ৩০০ কিলোমিটার। বাকিটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের।


চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০২১ সালের ২৫ আগস্ট মুরাদপুর মোড়ে বৃষ্টির মধ্যে খোলা নালায় পড়ে নিখোঁজ হন সবজি বিক্রেতা সালেহ আহমেদ। দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার মরদেহ পাওয়া যায়নি।


একই বছরের ২৭ সেপ্টেম্বর নাগরীর আগ্রাবাদ এলাকায় হাঁটার সময় নালায় পড়ে মারা যান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া।


২০২২ সালে ষোলশহর এলাকায় শিশু কামাল নালায় পড়ে নিখোঁজ হয় এবং তিন দিন পর মুরাদপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও