
আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ ১১টায়
ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের প্লাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন রোববার সারাদেশে জেলায় জেলায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
এদিন সকালে ঢাকার পলিটেকনিক শিক্ষার্থীরা আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন রাস্তায় সমাবেশ করবেন।
শনিবার গত রাতে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশফিক ইসলাম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার জেলায় জেলায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হলেও কর্মসূচির নামে পরিবর্তন আনা হয়েছে। এখন একে আমরা সমাবেশ বলছি। পরে সারাদেশের কর্মসূচি দিলে সেটিকে মহাসমাবেশ বলা হবে।
“বেলা ১১টায় আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন রাস্তায় সমাবেশ শুরু হবে। ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেইট থেকে আমরা সকাল ১০টায় মিছিল নিয়ে রওনা করব।”
এর আগে দুপুরে ছয় দফা দাবি আদায় ও কুমিল্লার কর্মসূচিতে ‘হামলার’ প্রতিবাদে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন হয়। ওই কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন। শিক্ষার্থীরা এ কর্মসূচিকে বলছেন ‘রাইজ ইন রেড’।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সমাবেশ
- পলিটেকনিক শিক্ষার্থী