
৫ কিমি দূরে নিখোঁজ, বাসার কাছের খালে এল সেই শিশুর লাশ
চট্টগ্রামে চকবাজারে ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে রিকশাসহ নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাস বয়সী শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থলের প্রায় ৫ কিলোমিটার দূরে নিজ বাসার পাশে একটি খাল থেকে উদ্ধার হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর চামড়ার গুদাম এলাকার চাক্তাই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার রাত ৮টার দিকে নগরের কাপাসগোলায় স্থানীয় একটি নালায় রিকশাসহ নালায় পড়ে গিয়েছিল শিশু সেহেরিশ, তাঁর মা ও দাদি।
স্থানীয় লোকজন শিশুটির মা ও দাদিকে উদ্ধার করতে পারলেও শিশুটি নিখোঁজ ছিল। নিহত শিশু সেহেরিশ নগরের আছাদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির মেয়ে।
পরিবার বলেছে, শুক্রবার সোয়া ৮টার দিকে নগরের আছাদগঞ্জের শুঁটকিপট্টি এলাকার বাসা থেকে চকবাজার কাপাসগোলায় শিশুটির ফুফুর বাসায় যেতে তাকে নিয়ে তার মা ও দাদি সিএনজিচালিত একটি অটোরিকশায় করে রওনা হন। কাপাসগোলা নবাব হোটেলের পাশে হিজড়া খালের অংশে স্থানীয় একটি উন্মুক্ত নালা লাগোয়া সরু গলি দিয়ে যেতে হয় শিশুটির ফুফুর বাসায়। রাতে ওই সময় বৃষ্টি হওয়ায় কাপাসগোলায় নালার পানি উপচে পড়ছিল। পানিতে স্রোতও ছিল। গলিতে ছিল হাঁটুপানি।
কাপাসগোলায় পৌঁছানোর পর শিশুটিকে নিয়ে তার মা ও দাদি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে একটি ব্যাটারিচালিত রিকশায় ওঠেন। গলির হাঁটুপানি মাড়িয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত রিকশাটি নালায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় ও পথচারীরা সেহরিশের মা ও দাদিকে উদ্ধার করেন। তবে শিশু সেহরিশ নিখোঁজ হয়।