সাম্প্রতিক বছরগুলোতে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রায়শই শ্রমজীবী মুসলমানদের কটাক্ষ করতে 'পাংচারওয়ালা' শব্দটিকে একটি গালি হিসেবে ব্যবহার করে আসছেন। যারা সাইকেলের টায়ার-টিউব মেরামতের কাজ করেন তাদের পেশাকে হেয় করতে এই গালি। ভারতজুড়ে ওয়াক্ফ আইন সংশোধন নিয়ে মুসলমানদের প্রতিবাদের মধ্যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার এই শব্দটি ব্যবহার করেছেন।
গত সপ্তাহে ওয়াক্ফ বোর্ড নিয়ে কংগ্রেসের নীতির আপাত সমালোচনা করতে গিয়ে মোদি বলেন, 'যদি এটি (ওয়াক্ফ বোর্ডের সম্পত্তি) এর উদ্দেশ্য অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা হতো, তাহলে আজ মুসলমান যুবকদের সাইকেলের পাংচার সারিয়ে জীবন কাটাতে হতো না।'
কংগ্রেসের নীতির কারণে ভারতে মুসলমানরা পিছিয়ে আছে বোঝাতে চাইলেও সমালোচকদের মতে, নরেন্দ্র মোদি মূলত মুসলিমদের হেয় করার জন্যই এই শব্দটি ব্যবহার করেছেন। এটা বলার কারণ হলো—মোদি ও তার দলের নেতারা হরহামেশাই ভারতের সংখ্যালঘুদের হেয় করতে এরকম কথা বলেন।