বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। গত কয়েক বছরে উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশ যেতে চাইলেও আওয়ামী লীগ সরকার তাতে সম্মতি দেয়নি। চিকিৎসা হয়েছে দেশেই। রাজনৈতিক পটপরিবর্তনের পর মাস তিনেক আগে (৭ জানুয়ারি) লন্ডনে গিয়ে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। সেখানে শারীরিক অবস্থার উন্নতি হয়ে এখন স্থিতিশীল আছে।
সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের মনিটরিং ও পরিবার-পরিজনের সান্নিধ্য খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির পথে বড় ভূমিকা রাখছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ম্যাডাম তো দেশে বন্দি অবস্থায় ছিলেন। লন্ডনে মুক্ত পরিবেশে চিকিৎসা নিচ্ছেন। তার পরিবারের সদস্যদের সান্নিধ্যে রয়েছেন। স্বাভাবিকভাবেই তার উন্নতি হয়েছে।’