‘ডন’ ও ‘ডন ২’—শাহরুখ খান অভিনীত এই দুই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। ফারহান আখতার পরিচালিত এ ফ্র্যাঞ্চাইজিকে এখনো শাহরুখের ক্যারিয়ারের অন্যতম আইকনিক কাজ হিসেবে ধরা হয়। ‘ডন ২’–তে দিওয়ান চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা আলী খান। সম্প্রতি এ অভিনেতার পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে এসেছে আলোচনায়। যেখানে শাহরুখের ‘অতি আত্মবিশ্বাস’–এর কারণে আড়াই কোটি রুপি মূল্যের ক্যামেরা সরঞ্জাম ভাঙার ঘটনা উঠে এসেছে।
দৃশ্যটি ছিল গাড়ি তাড়া করার। শুটিং চলছিল জার্মানির বার্লিনে। দৃশ্যটিতে প্রিয়াঙ্কা চোপড়ার গাড়ি শাহরুখের গাড়িকে ধরার চেষ্টা করছিল। অভিনেতার পাশে সিটে বসা ছিলেন আলী খান। দৃশ্যটিতে শাহরুখ তাঁর ড্রাইভিং দক্ষতার ওপর বেশ আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু অতি আত্মবিশ্বাসের কারণে এক দৃশ্যেই আড়াই কোটি রুপির ক্ষতি হয়েছিল!