পাকিস্তানের বিপক্ষে জয়ই পেলে বিশ্বকাপের মূলপর্বে যাবে বাংলাদেশ, এমন সমীকরণের ম্যাচে আগে ব্যাট করে নিগার সুলতানা জ্যোতির দল তোলে ৯ উইকেটে ১৭৮ রান। জবাব দিতে নেমে ৬২ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতেছে পাকিস্তান। এই হারের ফলে বাংলাদেশের বিশ্বকাপে যাওয়া স্বপ্ন ধূসর হলো।
বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়া না যাওয়া এখন নির্ভর করছে উইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের ওপর।