কাতার বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোচ সংকটে ভুগছে ব্রাজিল। যদিও দরিভাল জুনিয়রকে পূর্ণ দায়িত্বে বসানোর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কিছু সময়ের জন্য হাঁফ ছাড়ার সুযোগ পেয়েছিল। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বে শিষ্যদের অধারাবাহিকতা দরিভালেরও বিদায়ঘণ্টা বাজিয়ে দেয়। এরপর থেকে ২২ দিন কোচহীন ব্রাজিল। তাদের মূল নিশানা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির দিকে। এটাও যদি-কিন্তু’র ধাঁধায় আটকে আছে।
কিন্তু এভাবে খুব বেশিদিন আর কোচহীন থাকার সুযোগ থাকছে না সেলেসাওদের সামনে। জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে লাতিন আমেরিকার দেশগুলোর। তার বেশ কিছুদিন আগেই ফিফার কাছে নিজেদের প্রাক-স্কোয়াড জমা দিতে হয়। সে হিসেবে ব্রাজিলের সামনে আর এক মাসের মতো সময় বাকি। এই সময়ের মধ্যে কোচ নিয়োগ থেকে শুরু করে আনুষ্ঠানিকভাবে পুরো দায়িত্ব বুঝে নেওয়ার কিছু ব্যাপার থাকে।