লিবিয়ায় মাফিয়াদের কাছে জিম্মি হয়ে বন্দিশালায় আছে মাদারীপুরের শিবচরের অন্তত অর্ধশত যুবক। সেসব বন্দিশালায় তাদের ওপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। ভিডিও কলে পরিবারের কাছে চাওয়া হচ্ছে মুক্তিপণ। ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে লাখ লাখ টাকা মাফিয়াদের হাতে তুলে দিলেও খোঁজ মিলছে না যুবকদের।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে যাওয়ার মূলহোতা আবুল কালাম মুন্সি। মামলায় গ্রেফতারের পর জামিনে বেরিয়ে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছেন তিনি। ভুক্তভোগীর স্বজনদের বিরুদ্ধে দিচ্ছে একাধিক মামলা।
পুলিশ বলছে, মানবপাচার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।
শিবচরের নিখলী ইউনিয়নের দক্ষিন চরকামারকান্দি গ্রামের দুবাই প্রবাসী মাসুদ মোল্লা। ছোট ভাইকে ইতালি পাঠানোর জন্য দালালদের সঙ্গে ১৪ লাখ টাকায় চুক্তি করেন তিনি। তবে তার ভাই এখনও ইতালি যেতে পারেননি। রয়েছেন লিবিয়ায়। সেখানে তার ওপর নির্যাতন চালিয়ে দেশ থেকে নেওয়া হচ্ছে মুক্তিপণ।