আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে—যদি তারা এসব পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’