ভারতের দিল্লির মুস্তফাবাদে একটি চারতলা ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আহত আরও ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য হিন্দুর।
শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় বার্তা সংস্থা এএনআই-কে নিশ্চিত করেছেন উত্তর দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা।