দক্ষিণ কোরিয়ার অভিনেতা সিমন লি বড় ধরনের বিপদে পড়েছেন। অনলাইনে টিকটক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে তাঁর চেহারা কখনো শল্য চিকিৎসক, কখনো স্ত্রীরোগবিশেষজ্ঞ হিসেবে ব্যবহার করে বিতর্কিত স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো প্রচার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সভিত্তিক (এআই) মার্কেটিং কোম্পানিগুলোর কাছে যাঁরা নিজের ছবি ব্যবহারের অনুমতি দিয়েছেন, সিমন তাঁদের মধ্যে একজন।
তিনি এখন লক্ষ করছেন, অনলাইনে ভুয়া ভিডিও বা ডিপফেক, সন্দেহজনক বিজ্ঞাপন এমনকি রাজনৈতিক প্রচারণায়ও তাঁর প্রতিচ্ছবি ব্যবহার করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপিকে সিমন বলেন, ‘এটা যদি সুন্দর একটি বিজ্ঞাপন হতো, তাহলে আমার ভালো লাগত। কিন্তু এখন তো এটা একটা স্ক্যাম বা প্রতারণা।’ এখন তাঁর জন্য সমস্যা হলো, তিনি যে চুক্তিতে সই করেছেন, তাতে এ ভিডিও তিনি সরিয়ে দিতে বলতে পারছেন না।