You have reached your daily news limit

Please log in to continue


অল্প বয়সে অস্বাভাবিক বড় হয়ে গেছে স্কুইডটি

গভীর সমুদ্রে প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়ল অল্প বয়সী বিশালাকৃতির একটি স্কুইড। সাগরতলে দূরনিয়ন্ত্রিত ডুবোযান থেকে আন্তর্জাতিক একদল গবেষক এই বিশাল স্কুইডের ছবি তোলেন।

গত মঙ্গলবার স্মিট ওশান ইনস্টিটিউট এই বিরল দৃশ্য দেখতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ভিডিওতে ধরা পড়া এই বিশালাকৃতির স্কুইডটি অল্প বয়স্ক। এর দৈর্ঘ্য ১ ফুট (৩০ সেন্টিমিটার)। এটিকে দেখা গেছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পানির ১ হাজার ৯৬৮ ফুট (৬০০ মিটার) নিচে। পূর্ণবয়স্ক বিরাট আকৃতির স্কুইড ২৩ ফুট (৭ মিটার) পর্যন্ত বড় হতে পারে, যা ছোট একটি অগ্নিনির্বাপণ ট্রাকের সমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন