
আগুন ধরার পর উল্টে গেল কাঠের নৌকা, কঙ্গোতে নিহত অন্তত ১৪৮
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার পর সেটি উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
মঙ্গলবার দেশটির উত্তরপশ্চিমের কঙ্গো নদীতে উল্টে যাওয়ার সময় নৌকাটিতে নারী-শিশুসহ প্রায় ৫০০ আরোহী ছিল বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনের বলা হয়েছে।
দুর্ঘটনার পর মৃতের সংখ্যা ৫০ হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নৌকা
- আগুনে মৃত্যু