মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধে আরোপিত শুল্কের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিভিন্ন কোম্পানি হিমশিম খাচ্ছে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে উৎপাদিত দুটি মডেলের গাড়ি চীনে পাঠানো বন্ধ করেছে টেসলা।
ইভি কোম্পানিটি তাদের ‘মডেল এস সেডান’ ও ‘মডেল এক্স’ নামের দুটি গাড়ির জন্য চীনা ওয়েবসাইটে ‘এখনই অর্ডার করুন’ বোতামটি সরিয়ে দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান। এমন পরিবর্তনের কোনো কারণ ব্যাখ্যা করেনি টেসলা। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধের গতি বেড়ে যাওয়ার পর কোম্পানিটি এমন পদক্ষেপ নিল।