রাজস্ব আদায় ও খেলাপি ঋণ নিয়ে আইএমএফের উদ্বেগ এবং কিছু কথা

জাগো নিউজ ২৪ সাইফুল হোসেন প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ১০:২১

রাজস্ব আদায় ও খেলাপি ঋণ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি বাংলাদেশের অর্থনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আইএমএফের সর্বশেষ স্টাফ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের অর্থনীতির সামনে দুটি প্রধান চ্যালেঞ্জ হলো দুর্বল রাজস্ব আদায় এবং ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান খেলাপি ঋণ। এই দুটো বিষয়ের ফলে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে রয়েছে।


বাংলাদেশে রাজস্ব আদায়ের পরিমাণ দীর্ঘ সময় ধরেই অর্থনীতির আকারের তুলনায় নিম্ন স্তরে অবস্থান করছে। বর্তমানে কর রাজস্বের অনুপাত জিডিপির প্রায় ৭ থেকে ৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন বলে বিবেচিত। উদাহরণ হিসেবে দেখা যায়, ২০২২ সালে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৭.৫%, যেখানে একই সময়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গড় ছিল প্রায় ১৯.৩%। প্রতিবেশী দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের এই অনুপাত অনেক নিচে, যেমন নেপালের কর-জিডিপি অনুপাত প্রায় ১২ থেকে ১৩ শতাংশ এবং ভারতের প্রায় ১৭ থেকে ১৮ শতাংশ। কর-জিডিপি অনুপাতের এই নিম্ন অবস্থানের কারণে সরকারের জন্য বাজেট ঘাটতি পূরণ এবং উন্নয়নমূলক ব্যয় নির্বাহ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদদের মতে, রাজস্ব ঘাটতির ফলে সরকারের পক্ষে উন্নয়ন প্রকল্পগুলোতে বিনিয়োগ এবং সামাজিক সুরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া কঠিন হয়ে পড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও