একটি প্রকল্পে ভূমি-আউটসোর্সিং খাতে বরাদ্দ না থাকা সত্ত্বেও দুই কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে। আউটসোর্সিং খাতে কর্মচারীদের বেতন খাতেও কোনো বরাদ্দ ছিল না। এ খাতেও জুন ২০১৪ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় পাঁচ লাখ ৫১ হাজার টাকা। সরকারি উন্নয়ন প্রকল্প প্রক্রিয়াকরণের পরিপত্র-২০২২ অনুযায়ী, অননুমোদিত অঙ্গে ব্যয়ের কোনো সুযোগ নেই।
‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে ঘটেছে এমনটি। আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগের বিষয়ে অর্থবিভাগের অনাপত্তি নিয়ে এ খাতে অর্থ ব্যয় করা হয়েছে। একইভাবে ভূমি অধিগ্রহণ খাতে মূল অনুমোদিত প্রকল্পে বরাদ্দের অতিরিক্ত ব্যয় করা হয়েছে দুই কোটি ২৩ লাখ টাকা। সরকারি উন্নয়ন প্রকল্পে প্রক্রিয়াকরণ সংক্রান্ত পরিপত্র মোতাবেক অতিরিক্ত ব্যয়ের কোনো সুযোগ নেই।