যুক্তরাষ্ট্র ২০২৪ সালে চীন থেকে কিনেছে ৪৩ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য, বিপরীতে মাত্র ১৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে দেশটিতে। অর্থাৎ চীন থেকে সে বছর তিন গুণের বেশি পণ্য কিনেছে যুক্তরাষ্ট্র।
দুই দেশের বিশাল এই বাণিজ্য ঘাটতি বা আমদানি-রপ্তানির ২৯ হাজার ৫০০ কোটি ডলারের ব্যবধান কমিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যে কারণে চীনা পণ্যের ওপর তিনি ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
আলজাজিরা লিখেছে, ট্রাম্প যে শুল্কারোপ করেছেন, তাতে এখন চীনা পণ্যের মূল দামের তুলনায় ২ দশমিক ৪৫ গুণ শুল্ক দিতে হবে। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের পণ্য দারুণ ব্যয়বহুল হয়ে উঠবে। আর এতে বাজারে চীনা পণ্যের প্রতিযোগিতাও কমবে।