You have reached your daily news limit

Please log in to continue


ফ্রিজ ছাড়াই খাবার, সবজি ও ফল টাটকা রাখবেন যেভাবে

উচ্চ তাপমাত্রায় সেগুলোকে টাটকা রাখার কাজ যেন যুদ্ধসমান। এসব ক্ষেত্রে ফ্রিজ বড় ভূমিকা পালন করে থাকে। কিন্তু যদি আপনার বাড়িতে ফ্রিজই না থাকে, তাহলে কি সম্ভব? দেখা গেল— হঠাৎ আপনার বাসার ফ্রিজ কাজ করছে না, বন্ধ। তাহলে বাজার থেকে আনা শাকসবজি ও ফলমূল এই গরমে নষ্ট হওয়া থেকে বাঁচাবেন কীভাবে? 

চলুন জেনে নেওয়া যাক— ফ্রিজ ছাড়াও সবজি ও ফল টাটকা রাখার সহজ কিছু উপায়।

১. সুপার মার্কেটে অনেক সময়ে ফ্রিজে শাকসবজি সংরক্ষণ করা হয়। সেখান থেকে বাজার করলে বিপাকে পড়বেন। কারণ যে সবজি কিংবা ফল একবার ফ্রিজের তাপমাত্রার সংস্পর্শে আসে, সেগুলোকে ফ্রিজ ছাড়া সংরক্ষণ করা যায় না। তাই বাড়িতে ফ্রিজ না থাকলে একদম টাটকা বাজার থেকেই সবজি কিনুন

২. পেঁয়াজ, আলু, রসুন, আদা, টমেটো এমনিতেই ফ্রিজের বাইরে ভালো থাকে। এসব ফ্রিজে রাখলে খাবারের স্বাদে হেরফের হয়। তাই এ জিনিসগুলোকে বাজার থেকে আনার পরই রান্নাঘরের শুকনো জায়গায় সংরক্ষণ করে রাখুন। দেখবেন যেন সরাসরি রোদ না পড়ে। খুব ভালো থাকবে।

৩. আম, কলা, নাশপাতি, টমেটো ইত্যাদি নষ্ট হয় গেলে ইথাইলিন গ্যাস নিঃসৃত হয়। আর ইথাইলিনের গ্যাসের সংস্পর্শে এলেই টাটকা আপেল, ব্রকোলি, গাজর, তরমুজ, শাকপাতা পচে যায়। তাই বাজার আনার পর রাখার সময় খেয়াল রাখবেন— এ জিনিসগুলো কখনই পাশাপাশি না রাখতে। তা না হলে একটির সংস্পর্শে অন্যটিও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন