You have reached your daily news limit

Please log in to continue


২৩ কোটি রুপির প্রতিদান কতটা দিতে পারছেন ক্লসেন

২২ বলে ১৬ রান। টিভি পর্দায় দেখে অনেকে চোখ কচলাতে পারেন। হাইনরিখ ক্লসেনই তো এটা! তিনি নিজেও হয়তো অনুভব করতে পারলেন। ঘুম থেকে জেগে উঠে টানা চার বলে মারলেন দুটি ছক্কা ও দুটি চার। চলতি আইপিএলে নিজের সর্বোচ্চ স্কোরেও পৌঁছে গেলেন। কিন্তু ওই ঝলক দেখিয়েই শেষ। পরের ওভারেই তিনি বোল্ড জাসপ্রিত বুমরাহর বলে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে যেমন হলো, এবারের আইপিএলে তার নিয়মিত চিত্র এটি। প্রতি ম্যাচেই ক্লসেন দারুণ শুরু করছেন। প্রতিবারই মনে হচ্ছে, এই বুঝি তার দিন এলো। কিন্তু জ্বলে ওঠার মুখেই নিভে যাচ্ছে আগুন। বড় হচ্ছে না একটি ইনিংসও।

প্রশ্নও তাই উঠে যাচ্ছে, আকাশছোঁয়া দামে ধরে রাখা ক্রিকেটারের কাছ থেকে প্রত্যাশার কতটা পাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ।

এমনিতে ক্লসেনের পরিসংখ্যান এই আসরে খারাপ নয় মোটেও। সাত ম্যাচে গড় ৩৫, স্ট্রাইক রেট ১৫৯.০৯। টি-টোয়েন্টি ক্রিকেটে গড় ও স্ট্রাইক-রেটের এই যুগলবন্দিকে বেশ ভালোই বলতে হবে। সমস্যা হলো, বড় ইনিংস নেই একটিও। প্রভাববিস্তারি বা ম্যাচ জেতানো ইনিংসও আসেনি তার ব্যাট থেকে।

সাত ইনিংসের প্রতিটিতেই তিনি ২০ রান পেরিয়েছেন। অবিশ্বাস্যভাবে একটিকেও নিতে পারেননি ৪০ পর্যন্ত। মুম্বাইয়ের বিপক্ষে বৃহস্পতিবার ২৮ বলে ৩৭ রানের ইনিংসটিই চলতি আসরে তার সর্বোচ্চ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন