You have reached your daily news limit

Please log in to continue


সরকারের কথা উল্টো করে লিখলেও একই হয় : আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলো বাম দিক থেকে লিখলে যা হয়, উল্টো করে লিখলেও তাই হয়। বর্তমান সরকারের কাছে আমরা যে দাবি করি না কেন, তারা যা বলে যা করে সবকিছু উল্টো দিক থেকে বিচার করলে একই হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমার কাছে মনে হয় দাবি জানানোর চেয়ে অনুসন্ধানী টিম করে নিজেদেরই উদ্যোগ গ্রহণ করা দরকার। যে কোথায় কী হতে পারে। যেসব কর্মকর্তা-কর্মচারী গত ১৫ বছর অবহেলিত ও নির্যাতনের শিকার হয়েছেন আপনারা আমাদের এই কাজে সহায়তা করেন।

তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী-সন্তানদের মনে যে কষ্ট তা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। গুম হওয়া প্রতিটি পরিবারের একই অবস্থা। তারা সেই গুম হওয়া ব্যক্তির নামের আগে শহীদও লিখতে পারে না। আবার জীবিত আছে সেটাও লিখতে পারে না। তাদের কবরও জিয়ারত করতে পারে না। এ রকম যন্ত্রণা পৃথিবীর মানুষের যেন না আসে। সে যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে হবে। এই সরকারের ঢিলে তৎপরতার ওপর নির্ভর করে বসে থাকলে হবে না। এ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তার জন্য মানবাধিকার সংস্থাগুলোর নেতৃবৃন্দদেরকে প্রোগ্রামে আনতে হবে, তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়াতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন