প্রায় ১০ মাস ধরে দেশ ছেড়ে মার্কিন মুলুকে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো-পারফর্ম থাকায় থাকায় নিজেকে প্রস্তত রাখছেন তিনি; তার শারীরিক গড়নেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিবর্তন।
ফিট থাকতে নিজের লাইফস্টাইলে অনেকেটাই পরিবর্তন এনেছেন জায়েদ খান। নিয়মিত জিম করছেন, খাবারের তালিকাতেও এসেছে নানা কাটছাঁট।
তবে একটি বিষয় মোটামুটি স্পষ্ট যে, ফিট থাকার জন্য জায়েদ খানের অনুপ্রেরণা বলিউডের নায়ক সালমান খান। এছাড়াও নিজেকে প্রায়ই সালমানের খানের সঙ্গে তুলনা করেন তিনি। নায়ক এও জানান, তার দৈহিক গড়নের মাঝেও সালমান খানকে নাকি দেখতে পান ভক্তরা।