আইপিএল খেলতে আসা ক্রিকেট তারকাদের নিয়ে স্পনসর কম্পানিগুলো বিজ্ঞাপন করিয়ে থাকে। অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ট্রাভিস হেডকে দিয়েও মোবাইল অ্যাপভিত্তিক পরিবহন পরিষেবা কোম্পানি উবারের একটি বিজ্ঞাপন করানো হয়েছে। সেই বিজ্ঞাপন করে এখন মহাবিপাকে পড়েছেন এই বিশ্বকাপজয়ী ওপেনার।
গত ৫ এপ্রিল একটি বিজ্ঞাপনের ভিডিও প্রকাশ করে উবার। ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, উবার চালককে সঙ্গে নিয়ে ট্রাভিস হেড একটি স্টেডিয়ামে যান (বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়াম)। সেখানে বেঙ্গালুরুর-হায়দরাবাদ ম্যাচ হওয়ায় কথা। শুরুতে হেড বলেন, ‘বেঙ্গালুরু, তোমরা কি হেডেকের (মাথাব্যথা) জন্য প্রস্তুত?’ এরপর নিরাপত্তাকর্মীর কাছে নিজেকে সম্প্রচারকর্মী পরিচয় দিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়েন।