ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা—আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে ফরাসি পত্রিকা লে মন্ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
গ্রোসি বলেন, ইরান ‘ধাঁধার মতো’ পরিস্থিতি তৈরি করেছে। তাদের হাতে পারমাণবিক শক্তির খণ্ড খণ্ড উপাদান রয়েছে। একদিন তারা এসব একত্রিত করতেও সক্ষম হতে পারে মন্তব্য করেন তিনি। যদিও ইরানের সেই পর্যায়ে পৌঁছাতে এখনও সময় আছে, তবুও তা খুব দূরের বিষয় নয় বলে স্বীকার করেন আইএইএ প্রধান।