২০২৫ সালেও কর্মী ছাঁটাই অব্যাহত রাখছে টেক জায়ান্টরা

বণিক বার্তা প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪১

বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের ঢেউ ২০২৫ সালেও থামেনি। গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজনসহ একাধিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই অব্যাহত রেখেছে। ২০২২ ও ২০২৩ সালের ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় এবার সংখ্যা তুলনামূলক কম। তবে চলমান ছাঁটাইয়ের পেছনে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে খরচ কমানো, কাঠামোগত পুনর্গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তিতে বেশি জোর দেয়া।


প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই পর্যবেক্ষণ সম্পর্কিত প্লাটফর্ম লেঅফসডটএফওয়াইআই-এর তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত বিশ্বের ৯৩টি প্রযুক্তি কোম্পানি মোট ২৩ হাজার ৫০০ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে সর্বশেষ ছাঁটাইয়ের তালিকায় রয়েছে গুগল ও মাইক্রোসফট। কোম্পানি দুটি নতুন করে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও