
তিনদিন লক থাকলে নিজেই রিস্টার্ট হবে অ্যান্ড্রয়েড
বণিক বার্তা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৪১
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন একটি নিরাপত্তা ফিচার যুক্ত করেছে গুগল। এখন থেকে টানা তিনদিন ফোন আনলক না হলে স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে ডিভাইস। গত সপ্তাহে গুগল প্লে সার্ভিসেসের মাধ্যমে আপডেটটি উন্মুক্ত করা হয়। ফিচারটি ‘সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি’ বিভাগের অধীনে দেখা যাবে। গুগলের মতে, পদক্ষেপটির উদ্দেশ্য হলো ব্যক্তিগত ডাটা আরো সুরক্ষিত রাখা ও ডিভাইসে অননুমোদিত প্রবেশের প্রচেষ্টা ঠেকানো। গত বছর আইফোনে অনুরূপ ফিচার চালু করেছিল অ্যাপল। খবর টেকক্রাঞ্চ