কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক গঠিত ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটি, ক্যাবের অনুসন্ধানে দেখা যায়, বিদ্যুৎ বিতরণ ইউটিলিটি বাংলাদেশ এনার্জি রেগুলেশন কমিশন (বিইআরসি) আইন অনুযায়ী গ্রাহক ক্যাটাগরি ভেদে নির্ধারিত বিদ্যুৎ মূল্যহারের পরিবর্তে সেচ/কৃষি ক্যাটাগরি গ্রাহকের কাছ থেকে শিল্পের রেটে বিদ্যুৎ বিল আদায় করছে। অর্থাৎ কৃষকের কাছ থেকে এখতিয়ার-বহির্ভূতভাবে শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য মূল্যহারে বিদ্যুৎ বিল আদায় করছে।
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) আওতাভুক্ত কতিপয় সেচ গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটি বিষয়টি আমলে নেয় এবং অনুসন্ধানে দেখতে পায়, দেশব্যাপী বিশেষ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন সেচ/কৃষি গ্রাহকদের কাছ থেকে নিম্নবর্ণিত সেচ নীতিমালা অনুযায়ী শিল্প ক্ষেত্রে প্রযোজ্য মূল্যহারে বিদ্যুৎ বিল আদায় করা হয়: