শুরুটা ছিল আশাজাগানিয়া কিন্তু নানা বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত তাঁর ক্যারিয়ার খুব বেশি দূর এগোয়নি। ১৯৭৭ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব পেয়েছিলেন। অভিনয় করেছেন ৮০টির বেশি চলচ্চিত্রে। এই অভিনেত্রী আর কেউ নন, পুনম ধীলন। আজ ১৮ এপ্রিল এই বলিউড অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস, এনডিটিভি অবলম্বনে জেনে নেওয়া যাক পুনম সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।
পুনমের জন্ম কানপুরে হলেও তাঁর বেড়ে ওঠা চণ্ডীগড়ে। পুনমের বাবা সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন। মা ছিলেন স্কুলের অধ্যক্ষ। দুই ভাইবোনসহ চণ্ডীগড়েই থাকতেন পুনম। তিন ভাইবোনই পড়াশোনায় তুখোড় ছিলেন। তবে পুনম অভিনয়ে নামেন। ১৯৭৮ সালে যশ চোপড়া পরিচালিত ‘ত্রিশূল’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন পুনম। প্রথম ছবিতেই তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, শশী কাপুর, সঞ্জীব কুমার, হেমা মালিনীর মতো তারকাদের সঙ্গে।