You have reached your daily news limit

Please log in to continue


ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বাছাইপর্বে প্রথম ধাক্কা বাংলাদেশের

টানা তিন জয়ের পর বিশ্বকাপে উত্তরণের একদম কাছে ছিলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারালে এক ম্যাচ আগেই টিকিট নিশ্চিত হয়ে যেত। তবে বড় প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের পুঁজি নিয়ে শেষ পর্যন্ত পেরে উঠেনি নিগার সুলতানা জ্যোতির দল।

লাহোরে বৃহস্পতিবার নারী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে শারমিন আক্তার সুপ্তার ৬৭, ফারজানা হকের ৪২ রানে ২২৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। ওই পুঁজি ৪ ওভার আগে পেরিয়ে জিতেছে ক্যারিবিয়ানরা। রান তাড়ায় তাদের সেরা ব্যাটার চিনাল হেনরি করেন ৪৮ বলে ৫১ রান। এছাড়া কিয়ানা জোসেফ (৩৯ বলে ৩১), স্টেফানি টেইলর (৫১ বলে ৩৬) খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। বাংলাদেশের পেসার মারুফা আক্তার ৩৭ রানে পান ২ উইকেট।

এই ম্যাচ হারলেও চলতি বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে উঠার ভালো সুযোগ এখনো আছে নিগার সুলতানা জ্যোতি দলের। শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই তা নিশ্চিত হয়ে যাবে। পাকিস্তানের কাছে হারলেও টিকে থাকবে আশা, সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল ও রানরেটের উপর নির্ভর করতে হবে।

২২৮ রানের লক্ষ্যে ৬ষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জান্নাতুল ফেরদৌস সুমন ফিরিয়ে দেন জাইদা জেমসকে। দলের ৬০ রানে কিয়ানা উইকেট নেন রাবেয়া খান। উইকেট পড়লেও রানের চাকা ক্যারিবিয়ানদের সচল ছিলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন