কিডনিতে পাথর আমাদের দেশে প্রায়ই দেখা যায়। বিশেষ করে আধুনিক জীবন পদ্ধতি ও খাদ্যাভ্যাসের কারণে কিডনি পাথর রোগ বৃদ্ধি পেয়েছে।
কারণ : পাথর হওয়ার বড় একটা কারণ শরীরে পানিস্বল্পতা। প্রস্রাবে বারবার সংক্রমণ পাথর হওয়ার কারণ মূত্র প্রবাহে বাধা। অতিরিক্ত গরুর মাংস খাওয়া। কিছু মেটাবলিক রোগ যেমন- হাইপার প্যারাথাইরয়েড রেনাল টিউবুলার এসিডোসিস, নেফ্রোক্যালসিনোসিস এবং কিছু জন্মগত ত্রুটিজনিত কারণেও কিডনিতে পাথর হয়। প্রয়োজন ছাড়া বা অতিরিক্ত ভিটামিন সেবন বিশেষ করে ভিটামিন সি ডি, যা অক্সালেট ও ক্যালসিয়ামের ঘনত্ব বৃদ্ধি করে।