পিএসএলে নিজের নামে ফ্র্যাঞ্চাইজি চান শোয়েব আখতার

যুগান্তর প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫৩

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে শোয়েব আখতার ভিন্ন এক অধ্যায়ই সৃষ্টি করে গেছেন। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে সারা দুনিয়ায় এক নামে চিনিয়েছেন তার শহর রাওয়ালপিন্ডিকে। এবার সে নামের ওপর একটি পিএসএল ফ্র্যাঞ্চাইজি চাইলেন তিনি। 



ক্রিকেট ইতিহাসের দ্রুততম ডেলিভারি করার রেকর্ডের মালিক শোয়েব চলতি পিএসএল মৌসুম নিয়ে আলোচনার সময় তার প্রস্তাবটি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি যদি বলি নতুন দলের নাম ‘পিণ্ডি এক্সপ্রেস’ হতে হবে, তবে তোমরা সবাই এই হ্যাশট্যাগের পক্ষে কথা বলবে... পিণ্ডি রাজপুত্রদের শহর, প্রতিভায় ভরা শহর।’


আখতার আরও উল্লেখ করেন, রাওয়ালপিন্ডি অঞ্চল থেকে উঠে এসেছেন মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফের মতো দ্রুতগতির বোলাররাও, যা শহরটির ক্রিকেট ঐতিহ্যের প্রমাণ বহন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও