সানির ‘জাট’ মুক্তির ১ সপ্তাহ, কেমন আয় করছে সিনেমাটি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫১

বলিউড তারকা সানি দেওলকে ‘গদর-২’ সিনেমার পর আবারও পর্দায় দেখার জন্য অনুরাগীরা মুখিয়ে ছিলেন। সেই প্রত্যাশা পূরণ করতেই ১০ এপ্রিল মুক্তি পেয়েছে এ অভিনেতার সিনেমা ‘জাট’। সানির এ সিনেমাটিও বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলেছে। তবে ‘জাট’ তার আগের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গদর ২’-এর মতো ব্যাপক সাড়া ফেলতে পারেনি। স্যাকনিল্ক.কম-এর সবশেষ তথ্য মতে অনুযায়ী, ‘জাট’ বক্স অফিসে ৫৫ কোটি রুপির বেশি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৭৮ কোটি টাকারও বেশি।


স্যাকনিল্ক.কম-এর প্রাথমিক অনুমান অনুযায়ী, এ সপ্তাহের মধ্যে ‘জাট’ বক্স অফিসে ৫৬.৮১ কোটি রুপি আয় করেছে। বুধবার (১৬ এপ্রিল) সিনেমার আয় ছিল ৩.৩১ কোটি রুপি। সাপ্তাহিক ছুটি শেষ হওয়ায় আগের কয়েক দিনের তুলনায় এ সিনোমর আয় কিছুটা কমেছে, তবে এটি অবাক করার মতো কোনো ঘটনা নয়। কারণ ‘জাট’ মুক্তির দিন আয় করেছিল ৯.৫ কোটি টাকা এবং গত রোববার সিনেমাটি সর্বোচ্চ ১৪ কোটি রুপি ঘরে তুলেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও