ঢাকা কলেজ বনাম সিটি কলেজের ‘বেহুদা যুদ্ধ’

বিডি নিউজ ২৪ চিররঞ্জন সরকার প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১৫

ঢাকা কলেজ আর সিটি কলেজ— রাজধানীর এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কটা অনেকটা সেই ‘চিরশত্রু’ তকমার মতো। বাইরের কেউ দেখলে ভাববে, এরা বুঝি কোনো পুরনো যুদ্ধের উত্তরসূরি। এই দুই কলেজের শিক্ষার্থীরা হুটহাট রাস্তায় নামে, একে অপরকে দেখে গর্জে ওঠে, তারপর শুরু হয় ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট-পাটকেল, চিৎকার, মোবাইলে ভিডিও, ভাইরাল স্ট্যাটাস! কিন্তু কেউ যদি প্রশ্ন করে, ‘এরা মারামারি করল কেন?’ সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সব কিছু কেমন ঝাপসা হয়ে যায়।


ঢাকা কলেজ আর সিটি কলেজ— এই দুই প্রতিষ্ঠানকে নিয়ে রাজধানীবাসীর এখন আলাদা একটা প্রস্তুতি থাকে। যেমন: আকাশ মেঘলা দেখলে লোকজন ভাবে ছাতা নেবে কিনা, তেমনি মিরপুর রোডে নামার আগে লোকজন ভাবে, ‘আজকে কাদের শিফট?’ কারণ, সপ্তাহের কোনো না কোনো দিন এই দুই কলেজের কিছু তরুণ শিক্ষার্থী হঠাৎ রাস্তায় নামেন— আর তখন ঢাকা শহরের মানুষ বোঝে, প্রকৃতির মতোই এই মারামারিও একটা চিরচেনা ঋতু চক্রের অংশ!


গত ১৫ এপ্রিলের ঘটনাটাই ধরা যাক। দুপুরের রোদের তাপে ঢাকার গনগনে রাস্তায় হঠাৎই চিৎকার-চেঁচামেচি, ভাঙচুর আর ছুটোছুটিতে এক মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। রাজধানীবাসী দম বন্ধ করে নিউজফিডে চোখ রাখে, ট্রাফিক সিগন্যালের বদলে কারা এখন রাস্তায় সিগন্যাল দিচ্ছে তা বুঝতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও