You have reached your daily news limit

Please log in to continue


গা ছমছমে গুহায় যেন রহস্যের জাল পাতা; কোথায়, কীভাবে যাবেন

বাইরে থেকে গুহায় প্রবেশের মুখ দেখলেই গা ছমছম করে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মনে হবে যেন অচিন কোনো এক রাজ্য। মশাল জ্বালিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। সামনে যতই পা চালাবেন, ততই গা শিউরে উঠবে। তবে মন চাইবে আরও ভেতরে যেতে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে রথীচন্দ্র কারবারিপাড়া এলাকায় অবস্থিত এই গুহার নাম বাদুড়গুহা।

স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে এই গুহার নাম ‘তকবাক হাকর’, অর্থাৎ বাদুড়গুহা। তবে স্থানীয় বাসিন্দারা অনেকে একে দেবতার গুহাও বলেন। গুহার পাশে রয়েছে ছোট–বড় বেশ কয়েকটি ঝরনা। তবে এসব ঝরনার সৌন্দর্য দেখতে হলে যেতে হবে বর্ষার সময়। যাওয়ার পথে পরতে পরতে রয়েছে রোমাঞ্চ, আছে ঝুঁকিও। এসব ঝুঁকি পেরিয়ে যেতে পারলেই বাদুড়গুহা দর্শন করা সম্ভব। এই গুহায় সারা বছরই ভিড় করেন পর্যটকেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন