বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী ও বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের লন্ডনে বৈঠকের খবরটা বেশ তাৎপর্যবহ হলেও নেট জগতে অপ্রত্যাশিতভাবে কম গুরুত্ব পেল বলে মনে হচ্ছে। দৈনিকগুলোতেও এটা বড় জায়গা পায়নি। জামায়াত-ঘনিষ্ঠ নয়া দিগন্তে দেখলাম দ্বিতীয় পাতায় সিঙ্গেল কলামে খবরটা ছাপা হয়েছে আজ বেশ ছোট করে।
মাঠপর্যায়ে এবং ভার্চ্যুয়াল জগতে জামায়াত ও বিএনপির কর্মী-সমর্থকদের পারস্পরিক আক্রমণাত্মক অবস্থানের মাঝে এই বৈঠক হলো। কোনো দল থেকে বৈঠক সম্পর্কে কোনো ব্রিফিং দেখিনি। সে রকম কিছু অনেকের প্রত্যাশা ছিল। যেহেতু বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে।
এই বৈঠক স্রেফ সৌজন্যমূলকও হতে পারে। তবে দেশের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের চার প্রধান নেতার এই বৈঠকে রাজনৈতিক প্রসঙ্গ আসার অনুমানও উড়িয়ে দেওয়া যায় না, বরং সেটা স্বাভাবিক। বিশেষ করে দেশের চলমান অবস্থায় সেটা হতে পারে। সে কারণেই হয়তো এ বৈঠকের প্রস্তাবক কে এবং এ থেকে কারা লাভবান হবে, সেটা চলমান কৌতূহলের প্রধান এক দিক হয়ে উঠেছে।