অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে ভালো বন্ধুত্ব অনন্যা বিড়লার। এবার সেই বন্ধুত্ব প্রকাশে জাহ্নবীকে উপহার দিলেন অনন্যা। তবে সাধারণ কোনো উপহার নয়। রীতিমতো একটি গাড়ি উপহার দিয়েছেন তিনি। জাহ্নবীকে ৫ কোটি রুপি মূল্যের একটি ল্যাম্বরগিনি উপহার দিয়েছেন অনন্যা বিড়লা। গত শুক্রবার গাড়িটি জাহ্নবীর বাড়িতে পৌঁছে যায়। আশপাশের সবাই মুগ্ধ দৃষ্টিতে দেখেছে গাড়িটি। এর অন্যতম কারণ একদম সাজিয়ে গুছিয়ে পাঠানো হয়েছিল ল্যাম্বরগিনিটি।
এখানেই শেষ নয়। ল্যাম্বরগিনির সঙ্গে একটি গিফট বক্সও ছিল। লম্বা বক্সটি একটি উপহারের ফিতা দিয়ে বাঁধা ছিল। এর ওপরে নোটে লেখা ছিল, ‘ভালোবাসার সঙ্গে, অনন্যা বিড়লা।’