
গরমের তৃপ্তি ডাবের পানিতে, রূপচর্চায়ও যেভাবে ব্যবহার করবেন
কেন ডাবের পানি ত্বকের জন্য উপকারী?
ডাবের পানিতে থাকে সাইটোকাইন নামে একরকম যৌগ, যা অকাল-বার্ধক্য রোধ করতে পারে। ত্বকে বলিরেখা পড়া আটকাতে পারে। তা ছাড়া ডাবের পানি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের প্রদাহ কমাতে পারে। যে কোনো সংক্রমণ থেকেও ত্বককে বাঁচাতে পারে। আর কোলাজেন তৈরিতেও বিশেষ ভূমিকা নিতে পারে ডাবের পানি। মুখে মাখলে ত্বকের মৃতকোষ দূর হবে, রোদে পোড়া জ্বালাও কমবে। ত্বকের কালচে দাগছোপ উঠে যাবে।
যেভাবে ব্যবহার করবেন—
ফেশিয়াল টোনার
ডাবের পানির সঙ্গে গ্রিন টি মিশিয়ে নিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। রোদে বেরোনোর আগে মুখ পরিষ্কার করে এই টোনার লাগিয়ে নিলে ত্বকে কালচে ছোপ পড়বে না।
ফেস মাস্ক
ত্বক খুব শুষ্ক হলে পেঁপে বাটার সঙ্গে ডাবের পানি ও মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। এভাবে সপ্তাহে তিন দিন এই মাস্ক মেখে ২০ মিনিট অপেক্ষা করে সামান্য গরম পানিতে ধুয়ে নিতে হবে। তা হলেই ত্বক নরম ও মসৃণ থাকবে।
এ ছাড়া ত্বক খুব তৈলাক্ত হলে ডাবের পানির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে মাস্ক বানিয়ে নিতে পারেন। সপ্তাহে তিন দিন এই মাস্ক ব্যবহার করলেই অতিরিক্ত তেলতেলে ভাব চলে যাবে। ব্রণ-ফুসকুড়ির সমস্যাও কমবে।
স্ক্রাবিং
ফেস স্ক্রাব করার জন্য বাইরে থেকে স্ক্রাবিং মাস্ক কিনতে হবে না। বাড়িতেই এক কাপ ডাবের পানির সঙ্গে দুই চামচ চিনি বা কফি পাউডার মিশিয়ে মুখে মালিশ করুন। এতে ত্বকের মৃতকোষ, ধুলোময়লা উঠে যাবে। তার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- রূপচর্চা
- ডাবের পানি