You have reached your daily news limit

Please log in to continue


ওয়েব ট্রাফিকের বেশিরভাগই এখন আসছে এআই বট থেকে

ইন্টারনেটে সব ধরনের ডেটা স্থানান্তরের মধ্যে বেশিরভাগই এখন এআই বট-এর তৈরি বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।

সাইবার সিকিউরিটি কোম্পানি ‘ইমপারভা’র বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে সকল ওয়েব ট্রাফিকের ৫১ শতাংশের জন্য দায়ী স্বয়ংক্রিয় ও এআইচালিত বিভিন্ন বট।

২০১৩ সালে কোম্পানিটি ট্র্যাকিং শুরু করার পর থেকে ইন্টারনেট ওয়েব ট্রাফিকে ‘খারাপ বট’ এখন সর্বোচ্চ স্তরে রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

গবেষকরা বলছেন, ওয়েব ব্যবহারকারীদের জন্য নতুন সাইবার হুমকি তৈরি করেছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও গুগলের জেমিনাইয়ের মতো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের উত্থান।

‘থ্যালেস সাইবার সিকিউরিটি প্রোডাক্টস’-এর অ্যাপ নিরাপত্তা বিভাগের মহাব্যবস্থাপক টিম চ্যাং বলেছেন, “এআইচালিত বট তৈরির প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি বিশ্বজুড়ে ব্যবসার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

“সব ধরনের ওয়েব কার্যকলাপের অর্ধেকেরও বেশি দখল করে আছে স্বয়ংক্রিয় বট অ্যাকাউন্ট। ফলে বিভিন্ন কোম্পানির খারাপ বটের ঝুঁকির মুখে পড়ার বিষয়টি প্রতিনিয়ত আরও বেড়ে যাচ্ছে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন