
বন্দী করে টাকা আদায়, এরপর তোলা হয় মালয়েশিয়াগামী নৌকায়
প্রথম আলো
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১৪:০১
‘বন্ধুদের সঙ্গে টেকনাফ ঘুরতে গিয়েছিলাম। সেখানে রাতে থাকার পরিকল্পনা ছিল, তাই আশপাশে ঘুরে দেখছিলাম আমি। হঠাৎ কয়েকজন এসে আমাকে ধরে নিয়ে যান। এরপর একটা অন্ধকার রুমে বন্দী করে রাখেন। সেখানে আটকে রেখে পরিবারের কাছ থেকে এক লাখ আদায় করেন। পরে আমাকে নৌকায় মিয়ানমার নিয়ে যান। সেখানে পাঁচ থেকে সাত দিন রাখার পর একটি মালয়েশিয়াগামী নৌকায় তুলে দেওয়া হয়। তবে যাওয়ার পথে মিয়ানমারে আটক হই আমরা।’
কথাগুলো বলছিলেন মো. নজরুল ইসলাম। নিজের হিসাবে তাঁর বয়স ২০ পেরিয়েছে আগেই। তবে সরকারি নথিপত্রে তাঁর বয়স লেখা ১৭। কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা তিনি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২০২৩ সালের জুনে মিয়ানমারে আটক হন নজরুলসহ ২০ বাংলাদেশি। গতকাল মঙ্গলবার দেশে ফিরেছেন তাঁরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মানব পাচার
- মানব পাচারকারী