বিরাজনীতিকরণই কি তাহলে মূল লক্ষ্য?

যুগান্তর জিয়া আহমদ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩২

রমজানের আগে থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতিটা গোলমেলে মনে হচ্ছিল, ঈদের পর তা আরও অস্বচ্ছ হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণ-অভুত্থানের পর গত আট মাসে ড. ইউনূসের সরকার মোটামুটি সব গুছিয়ে এনেছে। ১৬ বছরের মধ্যে এবারের রমজানেই দেশের জনগণ নিত্যপ্রয়োজনীয় জিনিস অতিরিক্ত দাম ছাড়াই কিনতে পেরেছে। তাছাড়া দেশের সব সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবার মাস শেষ হওয়ার আগেই বেতন-বোনাস হয়েছে। ফলে ঈদটা যথার্থেই উপভোগ্য হয়ে উঠেছিল মানুষের কাছে। এমনকি যে গার্মেন্ট শ্রমিকরা প্রতি ঈদের আগে বেতন-বোনাসের দাবি নিয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়, এবার সরকারের উদ্যোগে সে সমস্যারও সমাধান হয়ে গিয়েছিল। ফলে সাধারণ মানুষের এবারের ঈদ নিয়ে খুব বেশি আফসোস করার কিছু ছিল না।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফর করেন। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আশু ফলাফল বিবেচনায় এটি হয়তো খুব সামান্য, কিন্তু এ সফরের মাধ্যমেই বাংলাদেশ ১৭ বছর ধরে তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা সম্প্রসারণবাদী শক্তির বাঁধন ছিন্ন করে নিজ স্বার্থে সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে, যার সুদূরপ্রসারী প্রতিক্রিয়ায় এ অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও