
ওয়াকিটকি-রিপিটার হারালে গুনতে হবে জরিমানা, নেওয়া হবে ব্যবস্থা
প্রাইভেট মোবাইল রেডিও (পিএমআর) ও শর্ট ব্রেকিং রেডিও (এসবিআর) সংশ্লিষ্ট বেতার যন্ত্রপাতি যেমন– ওয়াকিটকি সেট ও রিপিটার হারানোর ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে এসব হারালে জরিমানার পাশাপাশি নেওয়া হবে আইনি ব্যবস্থা। সেজন্য এসব যন্ত্রপাতি ব্যবহারের অনুমতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্যও বলা হয়েছে।
সম্প্রতি বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. সোহেল রানার সই করা একটি চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভবিষ্যতে পিএমআর ও এসবিআর সংশ্লিষ্ট কোনো বেতার যন্ত্রপাতি হারালে শুধু জরিমানাই নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। সেজন্য ভবিষ্যতে এ জাতীয় বেতার যন্ত্রপাতি হারানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে অধিকতর সাবধানতা অবলম্বন করতে হবে।