দেশে চিড়িয়াখানা ও সাফারি পার্ক রাখার কোনো দরকার আছে কী?

জাগো নিউজ ২৪ শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:২১

প্রতিদিন পশুপাখিদের প্রতি নির্মম আচরণের খবর পড়ি, আর মনটা ভেঙে যায়। অনেকেই হয়তো বলতে পারেন মানুষের প্রতি নির্মম আচরণ দেখে কি আমার কষ্ট হয় না? হয়, খুব কষ্ট হয়। কিন্তু মানুষের প্রতি অত্যাচার, অবিচার ও নৃশংসতার জন্য মানুষের লোভ দায়ী। মানুষ মানুষের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চায়, প্রভাব বিস্তার করতে চায় এবং পূর্ব শত্রুতার জেরে সবধরনের অপরাধ করে। কিন্তু ভাষাহীন পশুপাখি কী অপরাধ করেছে? কেন তাদের উপর প্রতিদিন জোর-জুলুম করা হচ্ছে, কষ্ট দেয়া হচ্ছে? মানুষের লোভের কাছে নির্বিবাদী পশুপাখিকেও বলি হতে হচ্ছে।


বাঁশখালীর সংরক্ষিত বনাঞ্চলে হাতির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে। তার দাঁত তুলে নেওয়া হয়েছে। পুরুষ হাতিটির বয়স সাত-আট বছর। হাতিটির শরীরের বিভিন্ন অংশে ধারালো কিছুর আঘাতের চিহ্ন দেখা গেছে। সেটির দাঁত ও নখ তুলে ফেলা হয়েছে। গুপ্ত শিকারীরা দাঁতের জন্য হাতিটিকে হত্যা করে থাকতে পারে বলে বনবিভাগের লোকজন ধারণা করছেন। কী অদ্ভুত ব্যাপার। সংরক্ষিত এলাকায় চোরা শিকারীরা এসে হাতি মেরে দাঁত, নখ নিয়ে গেল। কেউ দেখার নেই? নাকি এখানকার লোকজনই এই হাতি হত্যার সাথে জড়িত? তা না হলে একটি সংরক্ষিত এলাকায় এমন হত্যাকাণ্ড ঘটে কীভাবে? হাতিটির পড়ে থাকা দেখে বুক ফেটে গেল। সামান্য দুটি দাঁতের জন্য তাকে প্রাণ দিতে হলো? মৃত হাতিটির ময়নাতদন্ত করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। কিন্তু আমি মনে করি ময়নাতদন্তের চেয়েও জরুরি হত্যাকারীকে খুঁজে বের করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও