এক বছরে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ৬১৬ কোটি টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:২০

২০২৪ সালে দেশের ব্যাংকগুলো করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় করেছে ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। বছরের প্রথমার্ধের চেয়ে শেষ ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কিছুটা কমেছে। তবে শেষ ছয় মাসে স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত প্রশমন অভিযোজন খাতের ব্যয় বেড়েছে।


বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।


কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যাংকগুলো ২০২৪ সালে করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর ব্যয় করেছে ৬১৫ কোটি ৯৬ লাখ টাকা। বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ব্যাংকগুলোর সিএসআর ব্যয় হয়েছিল ৩০৯ কোটি ১৯ লাখ টাকা। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস সময়ে ব্যয় হয়েছে ৩০৬ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে বছরের প্রথম ছয় মাসের তুলনায় বছরের শেষদিকে সিএসআর ব্যয় কমেছে ২ কোটি ৪৩ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও