দুর্নীতি-জালিয়াতি: ১৩ বছর আগে চাকরিচ্যুত কর কর্মকর্তাকে পুনর্নিয়োগ দিলো ডিএসসিসি!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:১৭

প্রথম শ্রেণির কর কর্মকর্তা পদে নিয়োগে সকালে আবেদন করেন তিনি। আবেদনের কয়েক ঘণ্টা পর দেন লিখিত পরীক্ষা। ঘণ্টাখানেক পর পান পরীক্ষার ফলাফল। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার আগেই সাক্ষাৎকার ও নিয়োগ সম্পন্ন হয়। অথচ কর কর্মকর্তা পদে নিয়োগে ওই ব্যক্তির আবেদনের যোগ্যতাই ছিল না। নিয়োগের সময় জমা দেন ভুয়া শিক্ষা সনদ।


ঘটনাটি প্রায় ১৩ বছর আগের। এ ঘটনা ঘটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগে। যদিও পরবর্তীসময়ে নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ায় ওই কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছিল তৎকালীন প্রশাসন। এখন তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি মামলাও চলছে। কিন্তু এরপরও আবার ওই কর্মকর্তাকে চাকরিতে পুনর্নিয়োগ দিয়েছে ডিএসসিসির বর্তমান প্রশাসন।


আলোচিত এ কর্মকর্তার নাম হাসানুজ্জামান। তার পুনর্নিয়োগে ক্ষোভ প্রকাশ করেন সংস্থাটির অন্য কর্মকর্তারা। তাদের অভিযোগ, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হাসানুজ্জামানকে করপোরেশনে পুনর্নিয়োগ দেওয়ার মাধ্যমে অনিয়মকে ফের বৈধতা দিয়েছেন করপোরেশনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। এতে করপোরেশনে অনিয়ম-দুর্নীতি আরও বাড়বে। দ্রুত সময়ের মধ্যে হাসানুজ্জামানকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও