
শিল্প খাতে গ্যাসের মশকরা
কীসের মধ্যে কী? কেমন হয়ে গেল ব্যাপারটা? নানা কারণে বিদ্যমান শিল্প-কারখানা টিকে আছে অনেক কষ্টে। উৎপাদন ব্যয় ক্রমেই বাড়ছে। ব্যাংকের সুদহার বিশ্বের সবচেয়ে বেশি। ট্রাম্পের বাড়তি শুল্ক নিয়ে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এখন গ্যাসের এই মূল্যবৃদ্ধি সেই চাপ আরও বাড়িয়ে দেবে। দেশে একটি সফল বিনিয়োগ সম্মেলন শেষ হতে না হতেই, শিল্প-কারখানায় নতুন সংযোগে গ্যাসের ৩৩ শতাংশ মূল্য বৃদ্ধি। এতে শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ৩০ থেকে বেড়ে হলো ৪০ টাকা। আর ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে ৩১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪২ টাকা। দেশি আর বিদেশি বিনিয়োগকারী কী বুঝল এতে? ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের শঙ্কা, নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের এ মূল্যবৃদ্ধির জেরে বিকাশের বদলে এতে দেশে বিনিয়োগ সংকুচিত হবে।
- ট্যাগ:
- মতামত
- গ্যাসের মূল্যবৃদ্ধি
- শিল্প খাত