
কানের পাশে তীব্র ব্যথা হলে
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৭
শরীরে ট্রাইজেমিনাল নার্ভ নামের একটি স্নায়ু আছে, যা মুখ থেকে মস্তিষ্কে অনুভূতি সরবরাহ করে। যদি এই নার্ভে কোনো সমস্যা হয় বা চাপ লাগে তাহলে হঠাৎ করে মুখের একদিকে কানের পাশে বৈদ্যুতিক শকের মতো তীব্র ব্যথা হয়, যা চোয়াল ও মাড়িতে অনুভূত হয়, আবার চলেও যায়। এটিই হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ব্যথা নিয়ে থাকা খুব কঠিন হতে পারে। ব্যক্তির স্বাভাবিক জীবনে প্রভাব ফেলতে পারে। এর ফলে ওজন হ্রাস, একাকী থাকা, এমন কী বিষণœতার মতো সমস্যা দেখা দেয়। সাধারণত পুরুষদের তুলনায় নারীরা এই রোগে বেশি আক্রান্ত হয়।