বাথরুমের দাগ পরিষ্কারের উপায়

দেশ রূপান্তর প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৭

প্রত্যেক বাড়িতেই বাথরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বাথরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতায় বেশি সচেতন থাকতে হয়। কারণ রোগ-জীবাণু বৃদ্ধি পায় এখান থেকেই। আবার টাইলস নিয়মিত পরিষ্কার না করলে হলদেটে ছত্রাক জন্মায়। আর বাথরুম পরিষ্কার করতে অনেক সময়ও লাগে, তবে এটি পরিষ্কার রাখাও গুরুত্বপূর্ণ। বাথরুম কীভাবে পরিষ্কার করবেন জেনে নিন।


বাথরুমের টাইলস পরিষ্কার


টাইলসের ওপর পানির দাগ জমে সবচেয়ে বেশি নোংরা হয়। টাইলস পরিষ্কার করতে লেবুর রস ও লবণ ব্যবহার করা যেতে পারে। এই দুটি উপাদান মিশিয়ে টাইলসের ওপর লাগিয়ে কিছুক্ষণ রাখার পর পরিষ্কার করুন। লেবুতে প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা টাইলসের ওপর জমে থাকা ব্যাকটেরিয়া দূর করে। এটি নিয়মিত ব্যবহার করলে টাইলসের উজ্জ্বলতা ঠিক থাকে। টাইলস খুব নোংরা হলে, বাজারে পাওয়া যায় এমন পরিষ্কারের পণ্য ব্যবহার করুন। তবে এগুলো ব্যবহারের সময় গ্লাভস পরা এবং ঘরে ভালোভাবে বাতাস চলাচল করে যাতে, সেসব বিষয়ে খেয়াল রাখতে হবে। বাথরুমের মেঝেতে হলুদ দাগ পরিষ্কার করতে আপনি রাফ ক্লিনারও ব্যবহার করতে পারেন। রাফ ক্লিনার পানিতে পাতলা করে মিশিয়ে তারপর যেখানে দাগ আছে সেখানে স্প্রে করুন। ১০-১৫ মিনিটের জন্য রেখে দিন এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। এ ছাড়া বাথরুম পরিষ্কার ক্লিনার তৈরি করতে পারেন। এর জন্য একটি পাত্রে সাদা ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি নোংরা টাইলগুলোতে ব্যবহার করে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ব্রাশের সাহায্যে ঘষে পানি দিয়ে পরিষ্কার করুন। এই পদ্ধতিটি টাইলস থেকে হলুদ স্তর এবং দাগ দূর করতে অনেক সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও