
জরুরি আপডেট আনল হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের শেয়ার করা ছবি বা ফাইলের মাধ্যমে তাদের ডিভাইসে দূর থেকেও প্রবেশ করতে পারে হ্যাকার। এমন ঝুঁকির বাগ খুঁজে পাওয়ার পর জরুরিভিত্তিতে আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। এক সর্তকবার্তায় হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা বলেছে, এই নিরাপত্তা ত্রুটির মধ্যে একটি ‘স্পুফিং সমস্যা’র সঙ্গে জড়িত, যা সাইবার হামলা চালানোর জন্য অ্যাটাচমেন্টের সুযোগ করে দেয় সাইবার অপরাধীদের।
তবে কেবল উইন্ডোজের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণই এই ঝুঁকির মধ্যে রয়েছে, ফলে ব্যবহারকারী পিসিতে কোনো ক্ষতিকর ফাইল খোলার সঙ্গে সঙ্গেই তা চালু হয়ে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। হোয়াটসঅ্যাপে ‘সিকিউরিটি অ্যাডভাইসরি’তে বলা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপের ভেতরে ম্যানুয়ালি অ্যাটাচমেন্ট খোলার সময় অ্যাটাচমেন্ট দেখার বদলে প্রাপক অসাবধানতাবশত ক্ষতিকর কোড চালাতে পারেন।’