২০২৪ সালে আকাশপথে যাত্রী সংখ্যায় নতুন রেকর্ড

বণিক বার্তা প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৩

আকাশপথে ভ্রমণ ফিরেছে পুরনো ছন্দে। ২০২৪ সালে বিশ্বব্যাপী এ পথের যাত্রী সংখ্যা অবশেষে ২০১৯ সালের স্তর অতিক্রম করেছে। বিমানবন্দর কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) ওয়ার্ল্ডের প্রকাশিত প্রাথমিক বৈশ্বিক বিমানবন্দরের তথ্যানুসারে, গত বছর প্রায় ৯৫০ কোটি যাত্রী উড়োজাহাজে ভ্রমণ করেছে, যা ২০১৯ সালের কভিড-১৯ মহামারীর আগের স্তরের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি। আর ২০২৩ সালের তুলনায় ৯ শতাংশ বেশি। খবর সিএনএন।


প্রতিবেদনে ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০ বিমানবন্দরকেও তুলে ধরা হয়েছে। এ তালিকায় এবারো শীর্ষস্থান ধরে রেখেছে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। জর্জিয়ার রাজধানী আটলান্টায় অবস্থিত ডেল্টা এয়ারলাইনস হাবটি ২৭ বছরের মধ্যে ২৬ বার শীর্ষস্থান দখল করেছে। গত বছরের মতো এবারো দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয় স্থানে রয়েছে ডালাস ফোর্ট ওয়ার্থ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও