বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে দেড় দশক পর

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ২৩:১৭

দেড় দশক বা ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভা হবে। এতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। ২০১০ সালের পর এই প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।


কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সামরিক বাহিনীর নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা, তদানীন্তন অবিভক্ত পাকিস্তানের সম্পদ বন্টন, যুদ্ধের অর্থনৈতিক ক্ষতিপূরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করা, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু করা ও প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক এবারের আলোচনায় আসতে পারে।


আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সৌজন্য সাক্ষাৎ করবেন।


২০২৩ সালের ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ৩৩তম পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়া আমনা বালুচ আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও